মসকো ম্যাগ
মসকো ম্যাগ ম্যাগনেসিয়াম ও গন্ধক সমৃদ্ধ একটি রাসায়নিক সার। মসকো ম্যাগ এর উপাদানে শতকরা ৯.৫% ম্যাগনেসিয়াম ও শতকরা ১২.৫% গন্ধক আছে। পানিতে শতকরা ৯৮ ভাগ দ্রবণীয় বলে মসকো ম্যাগ ব্যবহারের পর পরই গাছ শিকড়ের সাহায্যে দ্রুত গ্রহণ করে, তাই অপচয় কম হয়।
- বিস্তারিত জানতে অথবা ক্রয় করার জন্য এই নম্বরে যোগাযোগ করুন ☎️01713-652453, 01713-652456
Description
মসকো ম্যাগ
মসকো ম্যাগ কি?
মসকো ম্যাগ ম্যাগনেসিয়াম ও গন্ধক সমৃদ্ধ একটি রাসায়নিক সার। মসকো ম্যাগ এর উপাদানে শতকরা ৯.৫% ম্যাগনেসিয়াম ও শতকরা ১২.৫% গন্ধক আছে। পানিতে শতকরা ৯৮ ভাগ দ্রবণীয় বলে মসকো ম্যাগ ব্যবহারের পর পরই গাছ শিকড়ের সাহায্যে দ্রুত গ্রহণ করে, তাই অপচয় কম হয়।
মসকো ম্যাগ কেন ব্যবহার করবেনঃ
গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের জন্য মোট ১৮টি খাদ্য উপাদান অত্যাবশ্যক। এই ১৮টি খাদ্য উপাদানের মধ্যে ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান, যাহা গাছের সালোকসংশ্লেষন প্রক্রিয়ার জন্য অতীব প্রয়োজনীয় ক্লোরোফিল অণুর একটি প্রধান গঠন উপাদান। এছাড়াও ইহা গাছের মধ্যকার শর্করা বিপাক ক্রিয়া এবং এর ফলে উৎপন্ন সুগার স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত এনজাইমের প্রভাবক হিসাবে কাজ করে। গাছের এই ম্যাগনেসিয়াম ঘাটতি পূরণের জন্য মসকো ম্যাগ একটি আদর্শ ম্যাগনেসিয়াম সালফেট সার।
প্রয়োগ ক্ষেত্রঃ
ধান, গম, ভুট্টা, আলু, তুলা, আখ, মরিচ, বেগুন, পান, পিঁয়াজ, রসুন, আদা, টমেটো, কুমড়া, শসা, পটল, করল্লা, চিচিংগা, ঢেঁড়শ, ফুলকপি, বাঁধাকপি, শিম সহ অন্যান্য শাকসবজি এবং আম, লিচু, আনারস, পেঁপে, কলা, নারিকেল সহ সব ধরনের ফল ও লেবু জাতীয় ফসলে মসকো ম্যাগ ব্যবহার করলে আশানুরূপ ফলন পাওয়া যায়।
প্রয়োগ মাত্রাঃ
ফসলভেদে একর প্রতি ৬-৮ কেজি বা বিঘা প্রতি ২-৩ কেজি মসকো ম্যাগ ছিটিয়ে প্রয়োগ করতে হবে। জমি তৈরীর শেষ চাষের সময় অথবা উপরি প্রয়োগ হিসাবেও মসকো ম্যাগ ব্যবহার করা যায়। সাধারনত বেলে ও অম্ল যুক্ত মাটিতে ম্যাগনেসিঢামের ঘাটতি বেশী দেখা যায়।